ঐতিহ্যবাহী ২৬৩ তম হুমগুটি খেলা পৌষের শেষ দিন | হুমগুটি খেলা | Guti Khela | Live Humm guti khela
ঐতিহ্যবাহী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২৬৩ তম হুমগুটি খেলা পৌষের শেষ দিন আগামীকাল ১৪ই জানুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
যে খেলায় যেকেউ অংশগ্রহণ করতে পারে,খেলোয়াড়ের নেই কোন সংখ্যা তাই হাজার হাজার মানুষ এক সঙ্গে খেলতে পারে। মাঠের নেই কোন সিমানা, তাই যেকোনো অঞ্চল বা দিকে যেতে পারে খেলা। খেলা শেষ হবার নেই কোন নির্দিষ্ট সময় তাই দিনের পর দিন চলতে পারে খেলা। সর্বোচ্চ ১০ দিন খেলা চলা রেকর্ড আছে। লক্ষাধিক মানুষের হয় মিলনমেলা।
দুই জমিদারদের জমির দ্বন্ধের অবসান হয়েছিল ‘গুটি’ খেলায় জমিদার আমলে ময়মনসিংহে ‘পরগনা’ আর ‘তালুক’ জমির পরিমাপ দ্বন্দের মিমাংসা হয়েছিল হুম গুটি খেলায়। আগামীকাল শুক্রবার সেই জমিদার আমলের ঐতিহ্যবাহী হুম গুটি খেলা।
২৬৩ তম গুটি খেলাটি শুরু হবে দুপুর দুইটায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম বড়ইআটা গ্রামে ‘পরগনা’ ও ‘তালুক’ সীমান্ত নতুন সড়কের পাশে।
সর্বশেষ যে গুটিটা গুম করতে পারবে তারাই হবে জয়ী। খেলাটা হলো শক্তির লড়াই