Shantiniketan-এ এবারও বন্ধ কবিগুরুর সাধের বসন্ত উৎসব। তবে বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব বন্ধ হলেও উপাচার্যের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শুক্রবার, দোল উৎসবের দিনেও বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা উপাসনা গৃহ থেকে শোভাযাত্রা করে আবির খেলা ও বসন্ত উৎসবে মেতে উঠেছেন।
জানা গিয়েছে, ছাত্র আন্দোলেনের জেরেই এবছর বিশ্বভারতীতে বসন্ত উৎসব বন্ধ করার কথা ঘোষণা করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু উপাচার্যের এই সিদ্ধান্তে একমত হতে পারেননি বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। তাই অন্যান্য বছরের মতো এদিন, দোল উৎসবের সকালে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা উপাসনা গৃহ থেকে শোভাযাত্রা বের করেন।