রেকর্ডিং স্টুডিও থেকে দূরে থাকলেও শেষ বয়সেও রেওয়াজ করতেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, জানালেন গায়ক মনোময় ভট্টাচার্য। কিংবদন্তী সংগীত শিল্পী চলে যাওয়াতে শোকস্তব্ধ মনোময়। বললেন, "আজ আমি অভিভাবক হারালাম।" মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মনোময়। অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, "সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আমার মা একেবারে এক বয়সী। তিনি আমাকে ফোন করে মাঝে মধ্যেই আমার মায়ের সঙ্গে কথা বলতেন। ৯০ বছর বয়সেও তিনি আমার মাকে বলেছেন, পুরনো কথা ভাববেন না। সামনের দিকে তাকান।"