সোশ্য়াল মিডিয়ায় কে কখন কীভাবে ভাইরাল হয়ে যান, তা বোধ হয় জানা বেশ দুষ্কর। সেভাবেই ভাইরাল হন ভুবন বাদ্যকার। বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার পেশায় একজন বাদাম বিক্রেতা। বিভিন্ন ছন্দে গান বেঁধে বাদাম বিক্রি করাই তাঁর কাজ। এভাবেই একদিন বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়ে যায় ভুবন বাদ্যকারের গান।