কলকাতা পুর নির্বাচনে এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লড়াই করবেন বলে প্রথমে স্থির থাকলেও, পরে সেখান থেকে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে দাঁড় করানো হয়। যা নিয়ে ক্ষুব্ধ তনিমা চট্টোপাধ্যায় এরপর দাদার ছবি হাতে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন শেষদিনে। যা নিয়ে দলীয় নেতৃত্বের বিরাগভাজন হন তিনি।