হাড় ভাংগা সমস্যায় চিকিৎসা পরামর্শ ও ফিজিওথেরাপি চিকিৎসা কেন নিবেন

physioexpertBD 2021-11-06

Views 5

এই ভিডিওটিতে আপনার ফ্রাকচার/হাড় ভেঙ্গে গেলে কখন কি করবেন তার সমস্থ ধারনা পাবেন। অর্থপেডিক স্পেশালিষ্টের সমস্থ প্লান শেষ করার পর পর ই যেমন প্লাস্টার, ইন্টারনাল ফিক্সেশন, ক্রিটিক্যাল অপারেশন কমপ্লিট করার পর ই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসক ফ্রাকচার/হাড় ভাঙ্গার অবস্থার ধরন দেখে ফিজিক্যাল এক্সামিনিশন করে ম্যাক্সিমাম মুভমেন্ট ও ফাংশন আনার জন্য থেরাপিউটিক এক্সারসাইজ, মুভিলাইজেশন , স্ট্রেচিং এবং ম্যানুয়াল থেরাপি স্কীল দিয়ে ম্যানেজ করতে হয়। আর সে জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি স্পেশালিষ্টের অধীনে থেকেই নিতে হবে। আবার অনেকেই আছেন যারা নিজে নিজে ই এক্সারসাইজ করেন । আপনারা প্লিজ নিজ নিজে করতে যাবেন না কারন এক্সারসাইজের বিশেয়ায়িত ফিজিওথেরাপি ও রিহ্যাব প্রোগ্রাম থাকে যা স্টেপ বাই স্টেপ করতে হয়। আর নিজে নিজে করতে গেলে তার সম্পূর্ন ঠিক ঠাক মত হয় না। ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মেনেই করবেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS