মঙ্গলবার সকালে একটি ভিডিয়ো শেয়ার করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে লাখিমপুর খেরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ লাখিমপুরের ভিডিয়ো শেয়ার করে প্রিয়াঙ্কা বলেন, যে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় কৃষকদের মৃত্যু হল, সেই মন্ত্রীকে কেন বরখাস্ত করা হল না এখনও পর্যন্ত? কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হল না বলেও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা৷