মহাত্মা বিশ্ব মানব৷ তাঁর আদর্শ, ধর্মকে মানুষ আপন করে নিয়েছেন৷ গান্ধীজির আদর্শে উদভাসিত হয়ে পালন করা হয় গান্ধী জয়ন্তী৷ বিশ্বের প্রতিটি কোনার মানুষ তাই নত হয়ে এখনও স্মরণ করেন মহাত্মাকে, তাঁর আদর্শ ও চিন্তাধারাকে৷ তাঁর জীবনবোধ উদবুদ্ধ করে গোটা পৃথিবীকে৷