লালপেড়ে সাদা শাড়ির মতই স্নিগ্ধ পালবাড়ির (Pal Bari) ঠাকুর দালান। তার মধ্যেখানে তিলে তিলে জীবন্ত হয়ে উঠছে একচালা দুর্গা প্রতিমা (Durga)। আর কদিন পরেই বাড়িময় ছুটোছুটি করবে কচিকাঁচার দল। হাসি আহ্লাদে গমগম করবে জমিদার বাড়ি (Zamindar House)। সেই খুশির আমেজে তৈরি হচ্ছেন পাল পরিবারও। এই পুজোর জন্যই যে সারাবছরের অপেক্ষা।