ফের রাজনৈতিক অশান্তি গলসিতে, এবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপি বিরুদ্ধে

News24x7 Live 2021-08-10

Views 1

ফের রাজনৈতিক অশান্তি পূর্ববর্ধমানের গলসিতে। মঙ্গলবার গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিরিংপুর গ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । মারধরের ঘটনায় চারজন তৃণমূল কর্মী জখম হয়। ঘটনায় গনেশ বাগদী নামে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে বলে জানা গেছে। তাছাড়া আহত হয়েছেন তৃণমূল কর্মী অসিত কুমার সামন্ত, মনেশ বাগদী ও দীপু বাগদী।
অভিযোগ, এদিন দুপুর নাগাদ তাদের ঘিরে ধরে আচমকা রড, লাঠি, বাঁশ ও টাঙি নিয়ে অতর্কিত হামলা চালায় স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী। ঘটনায় অনেকে ছুটে পালিয়ে গেলেও তাদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

এদিকে মাধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি। বিজেপি জানায়, তৃণমূল ভাগবাটারা নিয়ে গোষ্ঠী কোন্দল লেগে আছে গলসির ওই এলাকায়। এর জেরেই মারামারি। এতে তাদের দলের কেউ যুক্ত নেই। মিথ্যাভাবে বিজেপিকে দোষারোপ করছে তৃণমূল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS