আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর ৯ই আগস্ট পালন করা হয় এই দিবস। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে দিবসটি পালন করার জন্য উদ্যোগ নেয় জাতি সঙ্ঘ। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতেও পালিত হয় দিবসটি। আজকের এই দিনটি জাগজামক করে পালন করলে পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা । অনুষ্ঠানটি হলো অন্ডাল ব্লকের শংকরপুর ফুটবল ময়দানে । এই অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে ছিলেন পশ্চিম বঙ্গের আদিবাসী গাঁওতার সম্পাদক রবিন সোরেন,দিলীপ সোরেন পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁতার সভাপতি,এছাড়া আরো অনেক বিশেষ অথিতি বর্গ।