য়মনসিংহের ত্রিশালে মসজিদ ও মন্দিরের অনুদানের চেক বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

Falguntv24 2021-07-19

Views 1

সোমবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশিদুল ইসলাম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, বাসাস কেন্দ্রিয় কমিটির সমাজকল্যান সম্পাদক খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমূখ। এসময় মসজিদ এর জন্য ১০ লক্ষ ৬০ হাজার, মাদরাসায় ৭ লক্ষ ৭০ হাজার, কবর স্থান ৯০ হাজার ও মন্দিরের জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS