Cox's Bazar to Bandarban India Bangladesh tour

Views 6

I left after finishing the beach trip in Cox's Bazar. Towards Bandaban in the hilly region of Bangladesh. There are cars from 8 am. But for a short time, especially after going to the hotel for breakfast, I could not catch the car at 8 in the morning. I was forced to get in the car at 10 o'clock to get to Bandarban. Normally the fare is 150 taka but now one has to sit in two seats due to Kovid-19. That is why one person has to bear 80% more rent. As such, 260 rupees per person has to be paid now. Anyway, it goes without saying that there are no passengers. So after waiting for a long time, the car left for Bandarban. The views on both sides of the road on the way to Bandban are truly fascinating. Although there are not many hills, there are forests in some places where elephants live. Sometimes the elephants move to the locality on the road. However, while crossing Chakoria, you will see some hills on both sides of the road. It will take about three hours to enter Bandarban district to see these beauties
কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমন শেষ করে রওনা হলাম। বাংলাদেশের পাবর্ত্য অঞ্চল বান্দবানের দিকে। সকাল ৭ টা থেকে গাড়ি রয়েছে। কিন্তু অল্প কিছু সময়ের জন্য বিশেষ করে হোটেলে নাস্তা করতে গিয়ে সকাল ৭ টার গাড়িটি ধরতে পারা গেলো না। বাধ্য হয়ে ১০ টার গাড়িতে উঠে পরতে হলো বান্দরবান যাওয়ার জন্য। সাধারণ সময়ে ভাড়া ১৫০ টাক হলেও এখন কোভিড-১৯ এর কারণে দুই সীটে একজনকে বসতে হচ্ছে। যে কারনে একজনকেই ৬০% ভাড়া বেশি বহন করতে হচ্ছে। সেই হিসেবে ২৭০ টাকা এখন জনপ্রতি দিতে হবে। যাই হোক পেসেঞ্জার নেই বললেই চলে। তাই অনেকটা সময় অপেক্ষা করে গাড়ি রওনা দিলো বান্দরবানের দিকে। বান্দবান যাওয়ার পথে রাস্তার দুই পাশের দৃশ্য গুলো সত্যি মুগ্ধকর। যদিও এদিকে খুব একটা পাহাড় নেই, তবে কিছু কিছু জায়গায় বনভূমি রয়েছে, সেগুলোতে হাতি বাস করে। মাঝে মাঝে হাতি গুলো রাস্তায় লোকালয়ে চলে আসে। তবে চকোরিয়া পার হওয়ার সময় রাস্তার দুই ধারে কিছু পাহাড় চোখে পরবে। এই সুন্দরর্য্য গুলো দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা লেগে যাবে বান্দরবান জেলায় প্রবেশ করতে

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS