Combine Harvester, you need to visit: https://banglaagro.com/
Combine Harvester - কম্বাইন হারভেস্টার - এটি ডিজেল ইঞ্জিনচালিত এমন একটি যন্ত্র, যা দিয়ে ধান ও গম একই সাথে কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। শস্য সংগ্রহের প্রধান চারটি কাজ (কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী) একই সঙ্গে করা যায় বিধায় যন্ত্রটির নাম কম্বাইন হারভেস্টার বলা হয়ে থাকে। সনাতন পদ্ধতিতে কাঁচি দিয়ে শস্য কাটার তুলনায় অল্প সময় ও কম খরচে ধান ও গম কাটা যায়। ফলে সময় ও কায়িক শ্রম লাঘব হয়। যন্ত্রটি ওই সব ফসল কাটার কাজে ব্যবহার করা যাবে যেগুলোর উচ্চতা মোটামুটি একই রকম ও শীষ/ছড়া গাছের উপরের দিকে থাকে এবং নিচের দিকে অবশিষ্ট অংশ থাকে। সেগুলো হলো- ধান, গম, জব, বার্লি ইত্যাদি। এই মেশিন ব্যাবহার করে দিনে ৬-৮ একর জমির ধান কাটা যায়। এটি শুকনো ও অল্প পানিতেও ফসল কাটতে সক্ষম। আপনার জমির ফসল কেটে, মাড়াই করে বস্তাবন্দী করতে আমাদের সহযোগিতা নিতে পারেন। বর্তমান সময়ের শ্রমিক শংকট বিবেচনা করে বাংলা এগ্রো সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সবকিছুই আমরা সরবরাহ করব।
This video is showing Combine Harvester but also try to cover the following subject:
-combine harvester how it works
-rice harvesting machine
-rice combine harvester
youtube is the best website to visit when searching for videos about Combine ...