Hunted house Vlog। ভুতুড়ে বাড়ী। স্বপ্নপুরী

Vlogness BD 2021-04-30

Views 5

স্বপ্নপুরী, দিনাজপুর!!
স্বপ্নপুরী কি দেখলাম আর আপনি আসলে কি দেখবেন!!

বিশেষ কিছু কি আছে দেখার মত ???
অবশ্যই আছে , এর ভেতরের সুন্দর সুন্দর গাছ গুলিই তো আপনার প্রথম নজর কাড়বে ,
এর পর আপনি যখন দেখবেন পুরো বাংলাদেশের মানচিত্র মাটিতে অনেক বড় করে তৈরি করা তখন আপনার বিশ্ময় জাগবেই ।।

তাছাড়া আপনি দেখবেন এবং জানবেন বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে চমৎকার কিছু কারুকার্য ।।

আপনি ঘুড়তে ঘুড়তে দেখতে পাবেন এক যায়গায় ম্যাজিক বা যাদু দেখাচ্ছে এবং তার ভেতরে ঢুকলেই আপনি কয়েকটা যাদু দেখতে পারবেন ; এর মধ্যে
আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যখন আপনার চোখের সামনেই দেখবেন একটা ছেলেকে উধাও করে দিচ্ছে !!

আর একটা ছেলেকে তিন টুকরো করে দিচ্ছে( এটা একে বারেই অবিশ্বাস্য ছিল ) !!!
আবার আপনি এও দেখতে পাবেন যে ১০/১২ বছরের একটা ছেলেকে শুন্যে ভাসিয়ে রাখা হচ্ছে ।।
তারপর আপনি যখন সেখান থেকে বের হবেন দেখতে পাবেন আজব মানব নওশের আলী । যার বয়স ৭০ পার ।

যার কাছে থেকে আপনি দেখতে পাবেন পুকুরের ভেতরে কোনো রকমের অক্সিজেন ছাড়াই ১৫/২০ মিনিট কাটিয়ে দেয়া ।

আপনি হয়ত সেখান থেকে বের হলেন আর নামাজের সময় হয়ে গেল, আপনি ভেতরেই অনেক সুন্দর মসজিদ দেখতে পাবেন ।
যেখানে আপনি ইচ্ছা করলেই নামাজ পড়ে নিতে পারবেন ।।

Share This Video


Download

  
Report form