ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনাময় দেশ ওমান, ইতোমধ্যেই বাংলাদেশি ব্যবসায়ীরা বেশ সফলতার ভূমিকা রেখেছেন। দেশটিতে সাত লাখেরও অধিক বাংলাদেশির বসবাস। ব্যবসা যুক্ত আছেন এমন লোকের সংখ্যা খুবই কম। বেশিরভাগই কন্সট্রাকশন ও কৃষি কাজে নিয়োজিত।
হাফেজ ইসমাঈল হোসেন, ভাগ্য বদলের আসায় ওমান আসেন ৪ বছর আগে, অন্যদের থেকে একটু ভিন্নভাবেই তার শুরু।, মাস্কাট কলেজের একজন কেয়ারটেকার হিসেবেই ওমানে যাত্রা।