বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। যমুনা নদী থেকে ধরা মাছটি ঘিরে বুধবার ছিল উৎসুক ক্রেতাদের ভিড়।
ব্যবসায়ী বিপ্লব মেলায় বিক্রির উদ্দেশ্যে মইনুল নামের এক জেলের কাছ থেকে মাছটি কিনে নিয়ে আসেন। তিন মাস আগে যমুনা থেকে মাছটি ধরা হলেও পানিতে চৌবাচ্চা বানিয়ে বিশেষ ব্যবস্থায় সেটি জ্যান্ত রাখা হয়।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/558812