১শ থেকে ৬ লাখ, টিপটপ ঘর সাজানোর সব মেলে যেখানে | Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 2

মানুষভেদে রুচির তারতম্য থাকলেও নিজের থাকার কিংবা পড়ার ঘরটি সুন্দর আর পরিপাটি হোক, এটি কে না চায়। এ ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদের এগিয়ে রাখতে হবে। এ জন্য হয়তো ঘর সাজানোর সামগ্রীগুলো নারীদেরকেই বেশি কিনতে দেখা যায়। তবে নারী-পুরুষ সবার মাঝেই কদর বাড়ছে এসব পণ্যের। আর চাহিদা থাকায় দোকানিরাও এসব পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। রাজধানী নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটে গিয়ে দেখা যায়- অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ঘর সাজানোর পণ্যের দোকান।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/economy/news/552130

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS