রাজধানীর মিরপুর রোডে চাঁদনীচক মার্কেটের বিপরীত দিকে গভ. নিউমার্কেট প্রবেশ পথের অদূরে একটি দোকানে কাঠের একটি টুলে বসে জাতীয় দৈনিক পত্রিকায় চোখ বুলাচ্ছেন এক যুবক। রাত তখন আনুমানিক ৮টা। দোকানের একপাশে থরে থরে সাজানো রঙ-বেরঙের বাহারি জুতা।
দোকানের সামনের দিকে নারীদের হিজাব, প্লাজু, শীতের চাদর, সোয়েটার, কার্ডিগান ও সালোয়ার-কামিজের স্তূপ। ভেতরে চোখ পড়তেই দেখা গেল কাঠের তিনটি তাকে বেশকিছু গল্পের বই, ম্যাগাজিন ও কয়েকটি জাতীয় দৈনিকের পোটলা। যুবকটি যেখানে বসে আছেন সেখানে তার মাথার ওপর দুটি জাতীয় দৈনিক ঝুলছে। হঠাৎ করে দেখলে বারোয়ারি পণ্য দিয়ে সাজানো এ দোকানটি দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই এটি প্রকৃতপক্ষে কিসের দোকান?
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/545009