মাত্র ৫ সেকেন্ড। গাড়িতে বসে স্টিয়ারিং ধরে বসে থাকতে পারলেই পরীক্ষায় পাস। কয়েকদিন পর মেলে লাইসেন্স। সেই লাইসেন্স নিয়ে এসব চালক দাপিয়ে বেড়ান সড়কে। ঘটে দুর্ঘটনা। লাইসেন্স পাওয়া এমন শর্টকার্ট পরীক্ষার চিত্র যেন প্রতিদিনকার। সম্প্রতি সরেজমিন খিলক্ষেতের জোয়ারসাহারা গিয়ে দেখা মেলে দালাল দিয়ে লাইসেন্স নেয়ার অভিনব এ কৌশল।