কয়েকদিন আগেও গুলশান লেক এবং গুদারাঘাট থেকে দারোগাবাড়ি মোড় পর্যন্ত লেকপাড়ের দৃশ্য ছিল ভিন্ন। এই রাস্তা ধরেই হেঁটে চলতে প্রতিদিন হাজারও দর্শনার্থী-পথচারীকে পড়তে হতো বিড়ম্বনায়। পরিচ্ছন্ন এই ফুটপাত ধরে মানুষ হেঁটে যেত নাকে রুমাল চেপে, কারণ সেখানে তীব্র দুর্গন্ধ।
নিউজটি পড়তে ক্লিক করুন-
https://www.jagonews24.com/national/news/541491