সময়ের সঙ্গে ভাষাভাষির ব্যাপ্তি বাড়ছে। হারিয়ে যাচ্ছে অনেক প্রাচীন ভাষা। কথ্য ভাষাও বিলুপ্তির পথে। এ তালিকায় সংকটে রয়েছে বাংলা ভাষাও। তাই তো ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানালেন উইকিপিডিয়ানরা।
আজ শনিবার বিকেলে রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি এখানে এসে সমৃদ্ধ হয়েছি। আমরা কিছু জানি, অনেক কিছু জানি না। আমি আশান্বিত হয়েছি এখানে উপস্থিত সবাই কম সময়ে অনেক কথা বলেছেন। আমরা শুরু করতে জানি, শেষ করি না। আপনারা যারা শুরু করেছেন, আশা করি তা বিস্তৃত হবে।’