কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হাজার হাজার মানুষকে মাঠে জড়ো করে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাইকে ফুঁ দিয়ে কবিরাজের পানি পড়া ও তেল পড়া দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১১ নভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঘটনার দিন কবিরাজ সবুজ মিয়ার সঙ্গে মাঠে উপস্থিত থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু আজকের সভায় অনুপস্থিত ছিলেন। এরই মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যান কাঠুরিয়া কবিরাজ সবুজ মিয়া।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী। ঘটনার পর জেলার আর কোথাও যেন এমন ঘটনা না ঘটে সেটি দেখার জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ডিসি।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/539017