সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানি করেছেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান শীর্ষক এ গণশুনানিতে ঘণ্টাব্যাপী জনগণের কথা শোনেন ডিসি।
গণশুনানি শেষে ডিসি মোস্তফা কামাল বলেন, যারা সরকারি জমি দখল করেছে অপারেশন করে তাদের পেটের ভেতর থেকে জমি বের করে আনব। কারা সরকারি জমি দখল করেছে আপনারা তালিকা দিন। আলিপুর ইউনিয়নের সরকারি জমিগুলো দখলদারদের কাছ থেকে উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বণ্টন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ভূমি অফিসে কোনো প্রকার হয়রানি চলবে না। সরকারি ফির বাইরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/535113