এই তিন সুন্দরীসহ সেরা ১২- এর কয়েকজন প্রতিযোগীদের নিয়ে আজ সোমবার ১৪ অক্টোবর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানী গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত এ সম্মেলনে সুন্দরীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেইসঙ্গে মিস ফটোজেনিক সাদিকা আজিজ ও মিস বিউটি উইথ পারপাস নওশিন মিমের নাম ঘোষণা করা হয়। তাদের ক্রাউন পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এক্সপার্ট প্রোভাইডারের চেয়ারম্যান মোজেদা রহমান, অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সপার্ট প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাসসহ সেরা ১২ এর সুন্দরীরা।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/532954