‘ভাই, আমার টাইম ৯টায়। এই যে মেসেজ, আর বাইকের (মোটরসাইকেল) কাগজপত্র। এখন আমার ডিজিটাল রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডটা দেন কাইন্ডলি।’
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টায় মিরপুর ১৪ নম্বর বিআরটিএর কার্যালয়ে টিনশেড ভবনের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন পুরান ঢাকার বাসিন্দা আনোয়ার হোসেন। এ সময় ভেতর থেকে ওই কর্মকর্তা বলেন, ‘ফিরতি মেসেজের লোকজন ৭ নম্বর লাইনে দাঁড়ান।’
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/522868