ভরপেট খাওয়ার পর না জেনেই আমরা এমনকিছু কাজ আমরা করে থাকি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শরীরের রক্ত সঞ্চালনের অস্বাভাবিকতা থেকে শুরু করে, হার্টের অসুস্থতা, মেদবাহুল্য ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কোন পাঁচটি কাজ খাওয়ার পরে করবেন না-
১. খাওয়ার পরপর ফল খেলে শরীরে অ্যাসিডের মাত্রা বাড়ায়
২. খেয়ে উঠেই গোসল করলে হজমের সমস্যা হয়
৩. ভরা পেটেই শরীরচর্চা করার স্বভাব থাকলে সে অভ্যাস আজই পরিত্যাগ করুন
৪. খেয়ে উঠে ঘুমিয়ে পড়াও ভালো নয়
৫. ভরপেট খাওয়ার পর ধূমপান করলে ক্ষতি বেড়ে যায় কয়েক গুণ