কে বলে সাকিব প্রচার মাধ্যমকে এড়িয়ে চলে? সাকিব মিডিয়া ফ্রেন্ডলি না! এ অভিযোগের ভিত্তি কী? সাকিব যদি সত্যিই মিডিয়াকে পাশ কাটিয়ে বা সযত্নে এড়িয়েই চলবেন, তবে দিনে দুই দুইবার দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন কি?
অনেকেই হয়তো ভাবছেন, সাকিব বুঝি একবার টিভি চ্যানেলগুলোর সঙ্গে আর অন্যবার প্রিন্ট-অনলাইন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তবে বিষয়টি মোটেও এমন নয়। সাকিব দুইবার দুইসময়ে সকলের সঙ্গেই কথা বলেছেন। প্রথমবার লন্ডন সময় শনিবার বেলা ১২টার দিকে। আর পরেরবার পৌনে ৮টার দিকে। বাংলাদেশে তখন গভীর রাত (প্রায় মধ্যরাত পৌনে ১ টা)।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/511809