গত ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা। পরে ৫ জুন একই মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। এরপরই শুরু হয়ে যায় বিভিন্ন ভেন্যুতে যাত্রার পালা।
কার্ডিফে ইংল্যান্ড, ব্রিস্টলে শ্রীলঙ্কা (ম্যাচ পরিত্যক্ত হয়), টন্টনে ওয়েস্ট ইন্ডিজ, নটিংহ্যামে অস্ট্রেলিয়া, সাউদাম্পটনে আফগানিস্তান ও বার্মিংহামে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত মাঝে কেটে গেছে ২৭টি দিন।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/511146