জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো শাকিব-বুবলি জুটির নতুন ছবির মহরত। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির নাম 'মনের মতো মানুষ পাইলাম না'। মহরতে অতিথিরা ছবিটির জন্য শুভকামনা জানান।
সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্যমন্ত্রনালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।
উপস্থিত ছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু, ছবিটির প্রধান দুই অভিনয় শিল্পী শাকিব খান ও বুবলি। তাদের শুভকামনা জানাতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা অঞ্জনা প্রমুখ।
সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ।
এর আগেও শাকিব খানকে নিয়ে সিনেমার নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। সেই সিনেমাগুলো হলো-‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’ ও সর্বশেষ ‘মনের ঘরে বসত করে’।