গাজীপুরের ইকোটেক্স গার্মেন্টস কারখানার কর্মচারী নুরুল আলম আজ (শুক্রবার) বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বলছিলেন, ‘কপালটাই খারাপ, এতদূর থেকে ছেলেটারে নিয়ে জাদুঘর দেখাতে আসলাম। কিন্তু নিরাপত্তারক্ষী বলছে, বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে। এখন যাব কোথায়, শিশুপার্কও বন্ধ। কী আর বলব! সাধারণ মানুষের ঈদ বিনোদনের কথা চিন্তা না করে নিক্তি মেপে ছুটি কাটাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।’