শিশুপার্ক বন্ধ : ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে শিশুরা || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

চার দশক পর এই প্রথমবারের মতো ঈদের দিন শাহবাগের ঐতিহাসিক শিশুপার্কের বিভিন্ন রাইডের চাকা ঘুরবে না। সকাল থেকে শিশুপার্কে প্রবেশের টিকিট কিনতে হাজারো মানুষের দীর্ঘ লাইন দেখা যাবে না। নানা বয়সী দুরন্ত শিশুদের হাসিমুখে ছুটে বেড়ানো কিংবা রাইডে চড়ে আনন্দমুখর হতে দেখা যাবে না।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শাহবাগ শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শুরু হওয়ায় বর্তমানে পার্কের সব কার্যক্রম বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ কারণে চলতি বছরের প্রথম দিন থেকে অর্থাৎ পাঁচমাসেরও বেশি সময় ধরে শিশুপার্ক বন্ধ। ফলে শিশুপার্কে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে শিশুরা।

মঙ্গলবার দুপুর একটা। দূর থেকে জোহর নামাজের আজান ভেসে আসছিল। শাহবাগ শিশু পার্কের ভেতর থেকে বাইরে গেটের সামনে দাঁড়িয়ে ডিএসসিসির (শিশুপার্কের) গোটা দশেক কর্মচারী। তাদেরই একজন দুদু মিয়া...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS