মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নেয়ায় অর্থনৈতিক ও সামাজিক চাপ বেড়েছে। রোহিঙ্গারা যেন তাদের ভিটেমাটিতে সসম্মানের সঙ্গে ফিরে যেতে পারে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাসহ বিশ্ববাসীর কাছে সেই আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২৭ মে) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭৫তম জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের (এসকাপ) বার্ষিক অধিবেশনের উদ্বোধন করা হয়। থাই রাজকুমারী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যোগ দেয়। উদ্বোধনের পর বিকেল ৩টায় সভা সেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/503098