জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টা। মাথার ওপর প্রখর সূর্যকিরণ। হাইকোর্টের অদূরে শিক্ষা ভবনের সামনে যানজটে স্থবির হয়ে আছে সচিবালয়মুখী যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, জিপ, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা। প্রচন্ড গরমে সকলেই গামছা বা রুমাল দিয়ে বারবার ঘাম মুছছেন। যানজটে অসংখ্য যানবাহন থেমে থাকলেও সবার দৃষ্টি একটি মোটরচালিত অটোরিকশার চালকের দিকে।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/500604