রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ আর এক ঘণ্টা পর শুরু হবে। বিজিএমইএ বিকেল ৫টা পর্যন্ত সময় চাইলেও রাজউক আগের সময়ের সঙ্গে আরও এক ঘণ্টা সময় বাড়িয়ে দিয়েছে মালামাল সরাতে।
আজ দুপুর পৌনে একটার দিকে অতিরিক্ত সময় বেঁধে দেয়ার বিষয়টি সাংবাদিকদের জানান রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান।
এর আগে ভবনটি থেকে মালামাল সরিয়ে নিতে সকাল সাড়ে ১০টার দিকে বিজিএমইএকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় রাজউক।
কারওয়ান বাজার-সংলগ্ন বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নেয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ভব্নটির ভেতর থেকে মূল ফটক দিয়ে ট্রাক, পিকআপ, ভ্যানগাড়িতে করে বিভিন্ন অফিসের মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজই। ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।