সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) সক্রিয় দালাল সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে ডিপিইর কর্মকর্তা-কর্মচারীদেরও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বদলির জন্য ডিজি অফিসে শিক্ষকদের সঙ্গে রফাও করতে দেখা গেছে দাললদের। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ডিপিইতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষক বদলির জন্য ডিজি অফিসে উপচেপড়া ভিড়। দূর-দূরান্ত থেকে শিক্ষক ও তার স্বজনরা বদলির জন্য এ ভিড় করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে দালাল সিন্ডিকেট। দালালরা ডিপিইর কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে শিক্ষকদের বদলির এ রফা করছেন। দুপুর ১২টায় ডিজি তার কক্ষে উপস্থিত হলেই দুই শতাধিক বদলি ইচ্ছুক ও দালাল সদস্যরা তদবির করনে। কেউ কেউ সুযোগ না পাওয়ায় বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এতে ডিজি ক্ষিপ্ত হয়ে যান। পরিস্থিতি সামাল দিতে এ কক্ষে উপস্থিত কর্মকর্তারা সবাইকে ধমক দিয়ে শান্ত হতে বলেন। পর্যায়ক্রমে সবাইকে সাক্ষাৎ করতে অনুরোধ জানানো হয়।
দেখা গেছে, এমন পরিস্থিতির মধ্যেই আগত ব্যক্তিদের এক এক করে বদলির কারণ জানতে চান ডিজি। অধিকাংশদের আবেদন জমা রাখা হয়। এরপর দুপুর দেড়টার দিকে ডিজি অফিস থেকে রেবিয়ে যান। তিনি রেরিয়ে যাওয়ার সময়ও প্রায় ৫০ জন দর্শনার্থী তার কক্ষে উপস্থিত ছিলেন। ডিজির কাছে তদবির করতে না পারায় হতাশ হয়ে তাদের বেরিয়ে যেতে দেখা যায়।
বিস্তারিত পড়ুন - https://bit.ly/2Uwo6rm