স্বপ্ন বাস্তবে রূপ নিবে আর ৩১ স্প্যান বসলেই || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর দশম স্প্যান বসছে আজ। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে দেড় কিলোমিটার।

বুধবার সকাল ৮টা ৩২ মিনিটের দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়। স্প্যানটি ধুসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের।


পদ্মা সেতুর প্রকৌশলী জানান, স্প্যানটি নিয়ে যাত্রা শুরু করা হয়েছে। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে পৌঁছানোর পর স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হবে। এবার দূরত্ব কম হওয়ায় আজ দুপুরের মধ্যেই বসানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

এর আগে গত ২২ মার্চ পদ্মা সেতুতে বসানো হয় নবম স্প্যান। ওইদিন সকাল সোয়া ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে তখন দৃশ্যমান হয় পদ্মা সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS