কিশোরী থাকলে ফুটবল খেলতেন রেজওয়ানা চৌধুরী বন্যা || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

মতিঝিলের বাফুফে ভবনে আগে কখনো আসেননি রেজওয়ানা চৌধুরী বন্যা। উপমহাদেশের প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রথম এলেন সোমবার। উপলক্ষ্য, আগামী ২২ এপ্রিল শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের থিম ভিডিও উদ্বোধন। ২ মিনিটের এই থিম ভিডিওর বর্ণনা দিয়েছেন দেশের এ জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

বাফুফে ভবনে থিম ভিডিও উদ্বোধন অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যাই ছিলেন প্রধান আকর্ষণ। অনুষ্ঠান শেষে তাকে নিয়ে শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা। বরেণ্য এ শিল্পীকে কাছে পেয়ে তার সঙ্গে সেলফি তোলার সুযোগও হাতছাড়া করতে চাইলেন না অনেকে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন-https://bit.ly/2WTwPAp

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS