তাসের ঘরের চেয়েও ক্ষণস্থায়ী তারকাদের দাম্পত্য জীবন। সাধারণ মানুষ এমন ধারণাই পোষণ করেন শোবিজের তারকাদের সংসার নিয়ে। তবে সেই ধারণাকে ভুল প্রমাণিত করে অনেক তারকাই আমৃত্যু সুখের সংসার করেছেন, করছেন।
তেমনি নিদর্শন স্থাপন করার ইঙ্গিত দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার বর হলিউডের পপ গায়ক নিক জোনাস। বিয়ের পর থেকেই প্রেম-রোমান্স আর মধুর সংসারের জন্য নিয়মিতই শিরোনামে আসেন এই দম্পতি।
বিস্তারিত পড়তে-https://bit.ly/2YyFERY