ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের অদূরেই ‘অসুখের কারখানা’ গড়ে উঠেছে। হাসপাতাল প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় রাস্তার দু’পাশেই অবৈধভাবে অসুখ-বিসুখ তৈরির একাধিক কারখানা চলছে।
‘অসুখের কারখানা’ শব্দটি শুনে পাঠক হয়তো ভাবতে পারেন এ আবার কেমন কারখানা। এ অসুখের কারখানা হলো রাস্তার দু’পাশে বিশেষ করে জরুরি বিভাগের ফটকের বিপরীত দিকে স্থাপিত খাবার হোটেল। এসব খাবারের হোটেলে সকালের নাস্তায় পরোটা, ভাজি, ডিম, হালুয়া, সিঙারা, সমুচা; দুপুর ও রাতে ভাত, মাছ, মাংস, ডিমকারি, শাকসব্জি ও ডালসহ বিভিন্ন খাবার ঢাকনাবিহীন খোলামেলা পরিবেশে সাজিয়ে রাখা হচ্ছে।
বিস্তারিত-https://bit.ly/2HKwFHB