আত্মশক্তি অর্জন করতে হবে নারীদের || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

মহিলা পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্ধা আয়েশা খানম বলেছেন, নারীর প্রতি সমান অধিকার, সহিংসতা নির্যাতন বন্ধ, নারী ও কন্যাশিশুরাও মানুষ- কথাগুলো শুধু স্লোগানে সীমাবব্ধ রাখলে চলবে না, বিশ্ববিদ্যালয়-কলেজে আলোচনার পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকারের বিষয়টি পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, নারীর অধিকার বিষয়টি একদিন, ৬ মাস কিংবা এক বছরের ব্যাপার নয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার।

আয়েশা খানম বলেন, কোথায় নেই নারীরা। নারীরা সরকার চালাচ্ছে, রয়েছে বিচারবিভাগে, সেনাবাহিনীতে, বিমানবাহিনীতে, পুলিশে, ব্যবসায় সব জায়গায় নারীর অংশগ্রহণ। পোশাকশিল্পে তো নারীরাই এগিয়ে। এদিকে বাংলার গ্রামীণ নারীরা তো একেক জন লড়াকু সৈনিক। তারা গ্রামীণ অর্থনীতিকে চালিকাশক্তি হিসেবে কাজ করেন।

তিনি বলেন, মাত্র ৩২ বছর বেঁচে ছিলেন বেগম রোকেয়া। তিনি এই অল্প সময়েই সমাজে ঝাঁকুনি দিয়ে গেছেন। বেগম রোকেয়া বুঝিয়ে গেছেন, অন্ধকারে থাকলে চলবে না, বাধায় ভয় পেলে চলবে না, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। সেজন্য আত্মশক্তি সঞ্চয় করতে হবে।

আয়েশা খানম বলেন, নারী আন্দোলন শুধু নারীর জন্য আন্দোলন নয়, মানুষের জন্য আন্দোলন। এটা জাতীয়, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনেরই নাম।

তিনি বলেন, ইতিবাচক চিত্রের পাশাপাশি অনেক নেতিবাচক চিত্রও আমাদের মানচিত্রে আছে। যদিও ভাবতে চাই সমতার কথা। তবে বাংলাদেশের নারী ও শিশুদের উপর যে শারীরিক, মানসিক নির্যাতন ও সহিংসতা হচ্ছে তা মানা যায় না। বিশ্ববিদ্যালয়ের বাসে পেছন থেকে নারীর জামা কেটে দেয়ার ঘটনাও ঘটছে। অথচ দেশের প্রধানমন্ত্রী একজন নারী।

আয়েশা খানম বলেন, আমরা গবেষণা করে ভয়াবহ চিত্র পেয়েছি। সহিংসতা বন্ধে ভয়াবহতার চিত্র তুলে এনেছি। বাল্যবিবাহ বন্ধে যে আইন হয়েছে সেটা আরও বেশি শক্তিশালী হওয়া উচিত। নরসিংদী রায়পুরার মতো দেশের অনেক স্থানে নারী নিজেরাই বাল্যবিবাহ বন্ধে কাজ করছেন।

তিনি বলেন, আমাদের পুত্র সন্তানদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS