নড়াইলের উন্নয়নে প্রথমবারের মতো সভা করলেন মাশরাফি - jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

নড়াইলের উন্নয়নে জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য নড়াইলকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে, মাদকমুক্ত করতে এবং নড়াইলের উন্নয়ন করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়া তার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে তাহলে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS