নড়াইলের উন্নয়নে জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য নড়াইলকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে, মাদকমুক্ত করতে এবং নড়াইলের উন্নয়ন করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া তার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে তাহলে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।