‘এতোদিন কি কেউ লক্কড়ঝক্কড় মার্কা বিদুতের খুঁটিগুলো দেখে নাই? এ মহল্লার সব খুঁটিই তো ব্রিটিশ আমলের। লাইনের তারের অবস্থা আরও খারাপ। অহন ৬৭টা মানুষ মরার পর হুশ অইছে। তড়িঘড়ি করে নতুন দুইটা ইলেকট্রিক পোল বসানো অইল।’
শনিবার দুপুর ১টায় চকবাজারের চুড়িহাট্টা বড় মসজিদের সামনে দাঁড়িয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন মহল্লার কয়েকজন প্রবীণ।
বিস্তারিত-https://bit.ly/2GUJNcC