ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনীর কোনো এক বাঁকে চট্টগ্রামের রাজপুত্রের সঙ্গে পরিচয় আরাকান (বর্তমানে রাখাইন) রাজকন্যার। প্রেমিকের দেয়া ফুল উদ্ধারে যে নদীতে ঝাঁপিয়ে পড়েন রাজকন্যা, তা আজ ইতিহাসের কর্ণফুলী। সেই রাজকন্যা কি জানেন? তাদের করুণ প্রেমকাহিনি থেকে নারকরণ করা নদীর বুকেই রচিত হচ্ছে বাংলাদেশের নতুন ইতিহাস!
না… ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণের এতটুকুও টের পাবেন না রাজকন্যা। কর্ণফুলীর তলদেশ থেকে অন্তত ৪০ মিটার গভীরতায় এফোঁড়-ওফোঁড় করে দিয়ে চলে যাবে কর্ণফুলী টানেল। শুধু কি রাজকন্যা? ওই গভীরে কী কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে তা আঁচও করতে পারছেন না কর্ণফুলীর হাজার বছরের সঙ্গী সাম্পানওয়ালা, জেলে আর মাঝি-মাল্লারাও।