শিক্ষাজীবনে কখনো দ্বিতীয় হননি। মেডিকেলেও তার ফলাফল ভালো। কিন্তু ফাল্গুনের প্রথম দিন বসন্তকালকে বরণ করতে ঘুরতে বের হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
বলছি পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানজিলা হায়দারের (২২) কথা। মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত ভালো ফলাফল করে সবাইকে চমকে দিয়েছিলেন, ফলাফলে ক্লাসে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষাজীবনে কখনো দ্বিতীয় হননি তানজিলা।
বিস্তারিত-https://bit.ly/2tjOW65