ভালোবাসা ক্ষণিকের নয়। ভালোবাসা চিরন্তন। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর জন্য কিংবা বয়সের ফ্রেমে বাঁধা নয়, এটা প্রসারিত হয় বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সবার মাঝেই। তবে ভালোবাসা দিবস যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় কয়েকগুণ।
ভালোবাসার গানে, ভালোবাসার মহানুভূতির কাছে নিজেকে নিশ্চিন্তে সঁপে দিতে এসেছে ভালোবাসার বিশেষ দিবস বিশ্ব ভালোবাসা দিবস। পৃথিবীব্যাপী আজকের এই দিনটি সব যুগলের জন্য একটু বেশিই বিশেষ। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসা আর উচ্ছ্বাসের যেন কোনো কমতি নেই। তাইতো তারা বেড়িয়ে পড়েছেন ভালোবাসা প্রকাশের জন্য। ফলে রাজধানী জুড়েই তরুণ-তরুণী, যুগলের ঢল।
বিস্তারিত-https://bit.ly/2Gre1Et