একদিকে হাতুড়ির শব্দ, আরেক দিকে করাতের। কেউ কেউ রং দিচ্ছেন কাঠ বা বোর্ডের তৈরি দেয়ালে দেয়ালে। বইয়ের টেবিল সাজাতে ব্যস্ত একজন, অন্যজন ব্যস্ত র্যাক তৈরিতে। কাঠমিস্তি, রংমিস্ত্রি, নকশাকারীর যেন হাট বসেছে এ পাড়ায়। দম ফেলার ফুসরত নেই কারোরই।
দম ফেলবেই বা কী করে! এখন যে ঘণ্টা ধরে সময় গড়াচ্ছে বইমেলা আয়োজকদের। আর মাত্র তিন দিন বাকি। শুক্রবারেই উঠবে বইমেলার পর্দা। এরই মধ্যে আলো ফুটতে শুরু করেছে বইমেলা প্রাঙ্গণে।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2SnTYwB
#jagonews24