ইয়াফেস ওসমান বলেন, প্রকল্পের কাজ ২৬ থেকে ২৭ শতাংশ হয়েছে। দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য ‘কোরকাচা’ স্থাপন করা হয়েছে। আল্লাহ না করুক পুরো রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বার্ন হয়ে উপরে গ্যাস বের হয়ে গেলেও ‘কোরকাচা’র মাধ্যমে জনগণকে নিরাপত্ত দিতে সক্ষম হব। আশেপাশের জনবসতি বা পরিবেশেরও কোনো ধরনের ক্ষতি হবে না। এটা বসানোর সময় রাশান ফেডারেশন বলেছে, কোনোকালেই এটা ব্যবহৃত হবে না। তারপরও এ দেশের মানুষের স্বার্থে এটা বাসানো হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের বিষয়ে তিনি বলেন, আমরা যে ব্যয় নির্ধারণ করেছি সেটাই থাকবে। যে ব্যয় ধরা হয়েছে সেটা অন্যন্য দেশের তুলনায় কমই রয়েছে। ফুয়েল নদী পথে আসবে।
বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য রাশিয়া থেকে যেসব কাঁচামাল আনা হচ্ছে সেগুলো ঠিক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের এক্সপার্টরা এগুলো যাচাই-বাছাই করার পরই নিয়ে আনা হয়। তাছাড়া ভারতের জন্য যে প্রতিষ্ঠান যন্ত্রাংশ বানায় একই প্রতিষ্ঠানই আমাদের জন্যও তৈরি করে। সুতরাং মানের দিক দিয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই।
গত বছরের ৩০ নভেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট ২০২২ সালে এবং একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে চালু হবে। সরকার ২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট বুঝে নেবে।