বাঙালি সংস্কৃতির অনেক কিছু হারিয়ে গেছে। বেশকিছু জিনিস বিপন্নের পথে। এরকমই একটি বাঙালির ঐতিহ্যবাহী শাড়ি জামদানি। বই, সংবাদপত্র পড়ে বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জেনেছেন জামদানি কীভাবে বোনা হয়।
তবে স্বচক্ষে দেখার সৌভাগ্য বোধহয় খুব কম জনেরই হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’ এবার সেই সুযোগ করে দিল।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2Se8975
#jagonews24