খাদ্যে ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করার নির্দেশ মেয়রের || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

সপ্তাহব্যাপী খাদ্যে ভেজালবিরোধী অভিযান শেষ হওয়ার পর ভেজাল নিয়ন্ত্রণে আনতে ফের কঠোরভাবে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোড থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এই অভিযান আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

সাঈদ খোকন বলেন, ‘খাদ্যে ভেজালের বিষয়টি জনগণের মাঝে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। খাদ্যে ভেজালের পরিমাণ সর্বত্র ছড়িয়ে পড়েছে, যে কারণে নাগরিকদের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে। এই বার্তা ইতোমধ্যে সব সংস্থার কাছে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।’

১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ভেজালবিরোধী অভিযান শুরু হওয়ার প্রসঙ্গ টেনে মেয়র বলেন, ‘আমরা আগে শুধু আর্থিক জরিমানা করতাম। ভেজাল নিয়ন্ত্রণে আমরা এবার কঠোর হয়ে অভিযানের সময় অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। সেই সঙ্গে আর্থিক জরিমানা, অনেকের ট্রেড লাইসেন্স বাতিল এবং বিভিন্ন রেস্তোরাঁ সিলগালা করে দেয়া হয়েছে। নাগরিকরা আমাদের এমন অভিযানে সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি এমন অভিযান অব্যাহত রাখতে আমাদের অনুরোধ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারও ভেজালবিরোধী অভিযান শুরু করছি। খাদ্যে ভেজালের বিষয়টি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ জানাব, আপনার কঠোর হস্তে অভিযান আরও জোরদার করবেন।’

হোটেল, রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে দিয়ে সাঈদ খোকন বলেন, ‘হোটেল, রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্টদের বলব, খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন এবং সতর্ক হয়ে যান। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

কারাদণ্ডের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আর্থিক জরিমানাও বাড়ানো হবে জানিয়ে মেয়র বলেন, ‘রেস্তোরাঁগুলোতে আমাদের অভিযান শুধু সীমাবদ্ধ থাকবে না, পাশাপাশি যারা ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে।’

এসময় মেয়র বেইলি রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্তোরাঁয় ঢুকে সেখানকার ভেতরের পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশ

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS